Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

তৃণমূল নেতার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি

Updated : 5 Jan, 2024 7:31 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

বসিরহাট: রেশন দুর্নীতি কাণ্ডে বালু ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। ইডি যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন না জানিয়ে ইডির হানা, প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। আচমকাই ইডি আধিকারিকদের উপর চড়াও হয় স্থানীয়রা। ইডির আধিকারিকদের মারধরও করা হয় বলে অভিযোগ। তদন্তকারীদের ধাওয়া করে এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডির গাড়ি। এমনকী দু’জন ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। ভাঙা হয় ক্যামেরা, গাড়ি। শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১-এর ব্লক সভাপতি।

রেশন দুর্নীতি কাণ্ডে তৎপর কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ইডি। শুক্রবার উত্তর ২৪ পরগনার দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন ইডির একটি দল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ি ও শ্বশুরবাড়িতে ইডি আধিকারিকদের হানা দেন। আর একটি দল সন্দেশখালির এক তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে পৌঁছয়। দু’জনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর।