Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

কুন্তলের ফ্ল্যাটে ফের ইডির হানা

Updated : 7 Nov, 2023 6:57 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ফ্ল্যাটে ইডির হানা (ED Raid)। সিটি সেন্টার ২ এর পাশে উজালা পার্টমেন্টে দুটি ফ্ল্যাট আছে তার। সেই দুটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি। গ্রেফতার হওয়ার দিনও তিনি এই ফ্ল্যাটেই ছিলেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওই আবাসনে ইডি আধিকারিকরা তল্লাশি চালায়। আবাসনের নিরাপত্তারক্ষীদের থেকে কুন্তলের ফ্লাটের ঠিকানাও জেনে ওই ফ্ল্যাটে যান কেন্দ্রীয় তদন্তকারীর অফিসারার।

সূত্রের খবর, এই ফ্ল্যাটে কুন্তল ঘোষ ভাড়া নিয়ে থাকতেন। তবে কুন্তল গ্রেফতার হওয়ার পর বর্তমানে সেখানে ফ্ল্যাটের মালিক নিজেই বসবাস করছেন। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের কাছে দাবি করেছেন ওই কর্তৃপক্ষ। ওই ফ্ল্যাটের মালিকের সঙ্গে কুন্তলের কী সম্পর্ক, তিনিই এই ফ্ল্যাটের মালিক কি না, এই সব বিষয় খতিয়ে দেখতে চায় ইডি।

Tags: