Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

বর্ষশেষের মুখে ফের শহরে তৎপর ইডি

Updated : 28 Dec, 2023 8:26 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: বছরের শেষলগ্ন প্রায় উপস্থিত। কিছুদিন পরই বর্ষবরণের পালা। তার আগে ডিসেম্বরের শেষের সপ্তাহে শহরের একাধিক জায়গায় তল্লাশিতে নেমে পড়ল ইডি।

বৃহস্পতিবার সকালেই শহরে ফের ইডির তল্লাশি। জানা যাচ্ছে, ক্যানিং স্ট্রিটের এক সংস্থার অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ওই সংস্থার অফিস চত্বর ঘিরে ফেলে সিআরপিএফ। তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা হয়েছে সংস্থার মালিকেরও, এমনই দাবি সূত্রের। এদিকে, বড়বাজার, ইএম বাইপাসে বেঙ্গল কেমিক্যালসের কাছে একটি আবাসনেও ইডি হানা দিয়েছে বলে জানা গিয়েছে।