Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

সকাল থেকে তৎপর ইডি, শাহাজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

Updated : 23 Feb, 2024 3:35 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী বাড়িতে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিন ইডি আধিকারিকেরা ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। বাঁশদ্রোণী, হাওড়া, বিরাটি সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। হাওড়া হালদার পাড়ায় শাহাজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী পার্থপ্রতিম সেনগুপ্তর বাড়িতে চলছে ইডির তল্লাশি। রেশন দুর্নীতি তদন্তে এই ব্যবসায়ীর নাম উঠে আসে। পার্থর প্রেট্রোল পাম্প, মাছের ব্যবসাও আছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল শাহজাহানের। মূলত আমদানি-রফতানির ব্যবসা করতেন এই ব্যবসায়ীরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জমি, ভেড়ির কালো টাকা সাদা করতে একাধিক ব্যবসায় সে সব বিনিয়োগ করা হত। অভিযোগ, শাহজাহান ঘনিষ্ঠ এই ব্যবসায়ীকে টাকা সাইফনিংয়ের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ব্যবহার করা হয়। জমি প্রতারণার মাধ্যমে টাকা বিদেশেও পাচার হয়েছে বলে ইডির তদন্তে উঠে এসেছে। সেইসঙ্গে জমি জবরদখল ও একটি পুরনো খুনের মামলায় তদন্তে হাওড়া, বিজয়গড় সহ মোট ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।