Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির তলব

Updated : 8 Nov, 2023 6:52 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বৃহস্পতিবার ফের ইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।  এর আগেও একাধিকবার ইডি (ED) দফতরে হাজিরা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরা দিতে হবে বলে নোটিস দিয়েছে ইডি। সকাল ১১টায় অভিষেককে হাজিরা দিতে হবে।  তবে কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এর আগে কয়লাকাণ্ড ও পরে নিয়োগ দুর্নীতিতে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনি হাজিরা দেবেন। তৃণমূলের বক্তব্য, ইচ্ছা করেই বারবার অভিষেককে হেনস্তা করা হচ্ছে। এই বছরে ২০ মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট ৬ বার ইডি ও সিবিাই তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ৯ অক্টোবর ইডির তলবে হাজিরা দেননি তিনি। ইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২০ মে নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে ডেকে পাঠায় সিবিআই।  ১৩ জুন নবজোয়ার যাত্রার মধ্যেই অভিষেককে তলব করে ইডি। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধরনার দিন ফের তলব করা হয় তাঁকে। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, আদালতের নির্দেশে গত ১০ অক্টোবর ইডি অফিসে নথি জমা দেন অভিষেক।