Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ঝালদা পুরসভায় তৃণমূলের ইগোর লড়াই, ব্যাহত উন্নয়ন

Updated : 6 Dec, 2023 7:10 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

ঝালদা: কোর্টের নির্দেশে ঝালদা (Jhalda) পুরসভার (Municipality) পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে (Shila Chattopadhyay) দেখাতে হবে আস্থা। এদিকে পুরসভার ক্ষমতা দখলে তৃণমূল বনাম তৃণমূল (TMC) চলছে ইগোর লড়াই। স্তব্ধ উন্নয়ন। কাউন্সিলাররা ব্যস্ত ক্ষমতা পেতে আইন আদালতে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী ৮ ডিসেম্বর প্রশাসন সভা ডেকেছে। ওইদিন পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কে দেখাতে হবে নিজের আস্থা। ১২ ওয়ার্ড বিশিষ্ট ঝালদা পুরসভায় জয়ী হন তৃণমূল ৫, কংগ্রেস ৫ ও নির্দল ২ কাউন্সিলার। এই দুই নির্দল কাউন্সিলার নিয়ে চলছে ক্ষমতা বদলের খেলা। প্রথমে এই দুজন কাউন্সিলার তৃণমূলকে সমর্থন করায় পৌরপ্রধান হন তৃণমূলের সুরেশ আগরওয়াল। পরে এরা কংগ্রেসে চলে এলে নির্দল কাউন্সিলার খোদ শীলা চট্টোপাধ্যায় পান পুরপ্রধানের ক্ষমতা। আবার তিন কংগ্রেস ও ২ নির্দল যোগ দেন তৃণমুলে। এখন তৃণমুলের পকেটে ১০ জন কাউন্সিলার। বাকি দুজন পড়ে রয়েছে কংগ্রেসে।

তৃনমুলের একক সংখ্যা গরিষ্ঠতা থাকলেও নিজেদের ইগোর লড়াইয়ে এখন উন্নয়ন হচ্ছে ব্যাহত। এমন অভিযোগ পুরবাসীর।ঝালদা পুরসভার বাসিন্দা আনন্দ রুংটা বলেন, পুরসভাতে যে ক্ষমতা বদল আর দল বদল নিয়ে খেলা চলছে এতে উন্নয়ন ব্যাহত হচ্ছে। গত ২০২২-২৩ অর্থ বর্ষে পুরসভার বহু গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন। যা আজও সম্পূর্ণ হয়নি। এরকম আরও অন্যান্য উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখন উচিত সক্রিয় প্রশাসন নিয়োগ করে ঝালদার উন্নয়ন চালিয়ে যাওয়া।