মঙ্গলবারের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিতে হবে
নয়াদিল্লি: নির্বাচনী বন্ড (Electoral Bond) নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের মধ্যে তথ্য জমা দিতে হবে। গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক ও ক্ষতিকারক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত এসবিআইকে নির্দেশ দেয়, অবিলম্বে যেন ওই বন্ড বন্ধ করে তারা। ১২ মার্চ দিনের কাজ শেষ হওয়ার আগেই নির্বাচনে বন্ড তথ্য প্রকাশের নির্দেশ। ২০১৯ সালের ১২ ই এপ্রিল থেকে কেনা নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করতে বলেছিল দেশের শীর্ষ আদালত। ৬ মার্চের মধ্যে সেই তথ্য নির্বাচন কমিশনকে দিতে বলা হয়েছিল। যাতে কমিশন সেই তথ্য তাদের ওয়েবসাইটে জনগণের স্বার্থে প্রকাশ করতে পারে। কিন্তু নির্বাচনের বন্ড সংক্রান্ত তথ্য গোপন রাখার স্বার্থে যে জটিল পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, তা এখন সামনে আনতে সময় দরকার বলে দাবি করেছিল এসবিআই। তথ্য প্রকাশের জন্য ৩০ জুন পর্যন্ত সময় প্রার্থনা করে এসবিআই। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিল এসবিআই। সোমবার এসবিআই এর আর্জি শোনেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।
বিরোধীদের আশা, বিজেপি কোন কর্পোরেট সংস্থার থেকে কত টাকা পেয়েছে এতে তা প্রকাশ্যে আসবে। নরেন্দ্র মোদির জমানায় পরিচয় এবং অর্থের অঙ্ক গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী বন্ডে চাঁদা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছিল। সেই ব্যবস্থার দায়িত্বে ছিল এসবিআই। কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে স্টেট ব্যাঙ্কের কাছ থেকে নির্দিষ্ট অর্থের অঙ্কের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দেবেন।