Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

নির্বাচনী বন্ড অসাংবিধানিক, জানাল সুপ্রিম কোর্ট

Updated : 15 Feb, 2024 4:19 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: লোকসভা ভোটের (Loksabha Vote) আগে বড় রায়। নির্বাচনী বন্ড (Electoral Bond) প্রকল্প অসাংবিধানিক। ঘোষণা সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চের।

আদালতের অভিমত ও নির্দেশ:
দলগুলি প্রকল্প থেকে যে টাকা পেয়েছে তার পুঙ্খানুপুঙ্খল তথ্য সংগ্রহ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই সেই তথ্য দেবে নির্বাচন কমিশনকে। কমিশন তার ওয়েবসাইটে সেই তথ্য ৩১ মার্চের মধ্যে প্রকাশ করবে।
২. ইলেক্টোরাল বন্ড সংবিধানের আর্টিকেল ১৯ এর ( ১)( এ) ধারার পরিপন্থী।
৩. প্রকল্পের স্বার্থে কোম্পানিজ অ্যাক্টে সংশোধন অসাংবিধানিক।
৪. ওই আইনে সংশোধনের আগে ক্ষতিতে চলা কোম্পানি রাজনৈতিক দলকে দান করতে পারত না। কিন্তু প্রকল্পে ক্ষতিতে বা লাভে চলা কোম্পানির মধ্যে কোনও তফাৎ রাখা হয়নি। যা বেঠিক।
৫. ব্যক্তিগত দানের তুলনায় কোনও কোম্পানির দানের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ কোম্পানি ব্যবসার জন্যই বিনিয়োগ করে। কিন্তু সংশোধিত আইনে কোম্পানি ও ব্যক্তিকে দাঁড়িপাল্লার একই দিকে রাখা হয়েছে।
৬. নাগরিকের তথ্য জানার অধিকার এই প্রকল্পে ভঙ্গ করা হয়েছে।