Placeholder canvas
কলকাতা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

ইলন মাস্কের রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল অত্যাধুনিক স্যাটেলাইট স্পেসএক্স

Updated : 21 Nov, 2024 7:15 PM
AE: Samrat Saha
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

নয়াদিল্লি: ইলন মাস্কের (Elon Musk)  রকেটে (Rocket(  চেপে মহাকাশে পাড়ি দিল ভারতের অত্যাধুনিক স্যাটেলাইট। সোমবার মধ্যরাতে ফ্লোরিডার ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’ (satellite SpaceX)।

সংস্থাটির ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে। ৪ হাজার ৭০০ কেজি ওজনের ‘জিস্যাট২০’ হল একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। এই স্যাটেলাইট জিএসএটি-এন২ নামেও পরিচিত।
যা ইসরোর নিজস্ব রকেটের মাধ্যমে বহন করার জন্য বেশি ভারী। সেই কারণেই আরও স্পেসএক্সের সঙ্গে এই যৌথ উদ্যোগ। যাত্রাপথে এটির সময় লেগেছে ৩৪ মিনিট।

উপগ্রহটি পৃথিবীর কক্ষপথে ঘুরবে ১৪ বছর। জানা গিয়েছে, উপগ্রহটি চালু হলে দেশব্যাপী গুরুত্বপূর্ণ পরিষেবা চালু হবে। যার মধ্যে রয়েছে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এবং বিমান চলাকালীন ইন্টারনেট।
এর আগে, ইসরো এককভাবে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। কিন্তু ‘জিস্যাট ২০’-র ওজন তুলনামূলকভাবে বেশি।

সেই কারণে মাস্কের ‘স্পেসএক্স’-এর সহযোগিতায় এটিকে মহাকাশে পাঠানো হয়েছে। ইসরো এবং ‘স্পেস এক্স’-এর যৌথ উদ্যোগে এটিই প্রথম উৎক্ষেপণ।

ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ জানিয়েছেন, উৎক্ষেপণ সফল হয়েছে। এবং নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে এই কমিউনিকেশন স্যাটেলাইট।
শুধু এক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ নয়। ইসরো এবং স্পেসএক্স যৌথভাবে ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়েও কাজ করছে।