ইন্দিরা জামানার ‘অন্ধকার ইতিহাস’, পর্দায় বড় চমক কঙ্গনার!
Updated : 15 Aug, 2024 5:42 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee
স্বাধীনতা দিবসের প্রাকাল্লে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘এমার্জেন্সি’ (Emergency)-র ট্রেলার। দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ভূমিকায় নজর কাড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এই ছবির পরিচালক এবং প্রযোজকও তিনিই।
সত্তরের দশকে গোটা দেশে যে জরুরি অবস্থা তৈরি হয়েছিল সেই ঝলক ধরা দিল ট্রেলারে।’গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের’ ঝলক হিসাবে এমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপোলি পর্দায় আসছে।
Tags: