Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Euro Cup 2024 Qualifying | ৭ গোল দিল ইংল্যান্ড, নয়া রেকর্ড এমবাপের

Updated : 20 Jun, 2023 4:47 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

ম্যাঞ্চেস্টার: ২০২৪ ইউরো কাপের যোগ্যতা অর্জন (Euro Cup 2024 Qualifying) পর্বে ১০০ শতাংশ জয়ের রেকর্ড অক্ষত রাখল ইংল্যান্ড (England) এবং ফ্রান্স (France)। নর্থ ম্যাসিডোনিয়াকে (North Macedonia) ৭ গোল দিল ইংল্যান্ড অন্যদিকে গ্রিসের (Greece) বিরুদ্ধে ১-০ গোলে জিতল ইংলিশ চ্যানেলের ওপারের দেশ। পেনাল্টি থেকে গোল করে নতুন রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ভেঙে দিলেন জাঁ ফন্টেনের (Just Fontaine) রেকর্ড। 

ফুটবলীয় শক্তির হিসেবে ইংল্যান্ডের ধারেকাছেও আসে না উত্তর ম্যাসিডোনিয়া। তা সত্ত্বেও ৭ গোল দেওয়া যথেষ্ট কৃতিত্বের। এই রাত কোনও দিনও ভুলবেন না ২১ বছর বয়সি অ্যাটাকিং উইঙ্গার বুকায়ো সাকা (Bukayo Saka)। হ্যাটট্রিক করলেন তিনি, পেশাদার ফুটবল কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক। তিনি সত্যিই এই মুহূর্তে ইংলিশ ফুটবলের ‘স্টার বয়’। জোড়া গোল করলেন হ্যারি কেন (Harry Kane), যেটা তাঁর দৈনন্দিন অভ্যাস। বাকি দুটি গোল মার্কাস র‍্যাশফোর্ড (Marcus Rashford) এবং কেলভিন ফিলিপসের (Kalvin Philips)। 

ইংল্যান্ডের আক্রমণ ভাগে র‍্যাশফোর্ড, কেন এবং সাকার ত্রিফলা কিন্তু বেশ বিপজ্জনক দেখাচ্ছে। এখনও বড় দলের সামনে পরীক্ষা বাকি তবু ভালো কিছু আশা করাই যায়। মাঝমাঠে ডেকল্যান রাইসের সঙ্গে এদিনও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে জুড়ে দিলেন কোচ গ্যারেথ সাউথগেট। আদতে রাইট ব্যাক ট্রেন্টকে নিজের পোজিশনে খেলাতে পারছেন না তিনি। কারণ কাইল ওয়াকার, কিরান ট্রিপিয়ার আছেন। কিন্তু ট্রেন্টের দুর্দান্ত পাসিং ক্ষমতা কাজে লাগাতে মাঝমাঠে খেলাচ্ছেন সাউথগেট। তবে জুড বেলিংহ্যাম (Jude Bellingham) চোট সারিয়ে ফিরলে কী হবে সেটাই প্রশ্ন।

এদিকে গ্রিসের বিরুদ্ধে ১-০ জিতল ফ্রান্স। ক্লাব এবং দেশ মিলিয়ে এ মরশুমে ৫৪টি গোল হয়ে গেল তাঁর। এমবাপে টপকে গেলেন স্বদেশীয় কিংবদন্তি জাঁ ফন্টেনকে। ৫৫ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। এমবাপের শট আটকে দেন গ্রিক গোলকিপার। কিন্তু নিয়ম ভঙ্গ করায় ফের শট মারার নির্দেশ দেন রেফারি। এবারে আর ভুল করেননি এমবাপে। চার ম্যাচের চারটেই জিতে বি গ্রুপের শীর্ষে তাঁর দেশ। সি গ্রুপে একইভাবে শীর্ষে ইংল্যান্ড।