Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

‘২০২৪-ই আমার শেষ’- কেন এমন পোস্ট শ্রীলেখার?

Updated : 28 Dec, 2023 9:03 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের নতুন কাজ, ব্যক্তিগত জীবন, পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত কোনোকিছুই বাদ পড়েনা সোশ্যাল মিডিয়া ওয়াল থেকে। তবে অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবারে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, লিখেছেন, “2024 will be my last” অর্থাৎ “২০২৪-ই আমার শেষ”। কিন্তু হঠাৎ কেন এমন পোস্ট করলেন অভিনেত্রী সেই নিয়েই আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এহেন পোস্ট ঘিরে নেটপাড়ায় শোরগোল শুরু হয়েছে। অনেকের মত, অভিনেত্রী হতাশায় ভুগছেন তাই এমন লিখেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে একজন লিখেছেন, “শেষ মানে কী? সেটাই তো বুঝতে পারছি না। শেষ নয় বরং বলুন শুরু। আপনার অনেক কাজ ও লেখার দিকে তাকিয়ে রয়েছি। সব কিছু ভাল হবে।” সকলেই যখন শ্রীলেখার পোস্টের কারণ জানার জন্য ব্যাকুল তখন তিনি আর কোনো মন্তব্যই করছেন না।