Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

পরিনীতি-রাঘবের উদয়পুরে গাঁটছড়া,থাকবে কড়া নিরাপত্তা

Updated : 22 Sep, 2023 7:31 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বলিউডের (Bollywood) অন্যতম চর্চিত জুটি পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadda)। আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে (Udaypur) গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি-রাঘব। যদিও প্রাক-বিয়ের অনুষ্ঠান দু-দিন আগেই শুরু হয়ে গিয়েছে দিল্লিতে। এদিকে শুক্রবার সকালেই উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলেন হবু দম্পতি। দিল্লি বিমানবন্দরে দেখা গেল এই জুটিকে। লাল রংয়ের জ্যাম্পস্যুটে পরিণীতি, গায়ে জোরানো গোলাপি রংয়ের শাল। অন্যদিকে, কালো টি-শার্ট আর ব্লু ডেনিমে দেখা গেল রাঘবকে।

দিদি প্রিয়াঙ্কার মতোই বিয়ের ভেন্যু হিসাবে মরুভূমিতে ঘেরা রাজস্থানই পছন্দ পরিণীতির। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল প্রিয়াঙ্কা-নিকের বিয়ের রাজকীয় আসর। উদয়পুরের ‘লীলা প্যালেস’-এ অনুষ্ঠিত হবে রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান, যদিও বিয়ের মূল অনুষ্ঠান তাজ লেকে অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। রাঘব বরযাত্রী নিয়ে সজ্জিত একটি নৌকায় দ্য লীলা প্যালেসে পৌঁছাবেন। মেওয়ারি শৈলীতে সজ্জিত একটি নৌকায় চেপে পরিণীতিও যাবে।

বিয়েকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিয়ের ভেন্যুতে ১০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। হোটেল লীলার পাশে অবস্থিত পিচোলা লেক। এই লেকের মাঝখানে বিয়ের মঞ্চ তৈরি করা হয়েছে। এর চারপাশে পাঁচটি নৌকায় থাকবেন নিরাপত্তারক্ষীরা। এমনকী হোটেলের জেটিতেও বিশেষ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এছাড়াও হোটেলের পুরো নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে। স্টাফ ছাড়া অন্য কেউ হোটেলে এলে সেই ব্যক্তির সম্পূর্ণ স্ক্যান করা হবে। পরিণীতি ও অন্যান্য অতিথিদের বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নগরীর ১৫টি জায়গায় চেক পয়েন্টও বসিয়েছে পুলিশ। পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়াও বিমানবন্দরে ব্যক্তিগত গার্ড মোতায়েন করা হবে।

বিয়ের ছবি ভিডিও যাতে ফাঁস না হয়, সেজন্য অতিথিদের মোবাইল ফোন নীল রঙের টেপ দিয়ে মোড়ানো হবে। কেউ এটি সরিয়ে ফেললে, একটি তীর চিহ্ন দেখা যাবে। এতেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারবেন ফোনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অতিথি ছাড়াও হোটেলের স্টাফ, সাজসজ্জাকর্মী, সাউন্ড সিস্টেম কর্মী, শেফদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করা হবে।

এদিকে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উদয়পুরে পৌঁছবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তা ছাড়াও অন্যান্য রাজনীতিবিদরা বিয়েতে অংশ নেবেন। পরিণীতির বিয়েতে যোগ দেবেন তার চাচাতো বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, করন জোহর, মনীষ মালহোত্রা, টেনিস তারকা সানিয়া মির্জা প্রমুখ।