Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

নিরাপত্তা বাড়ছে অভিজিৎ-অর্জুনের

Updated : 3 Apr, 2024 10:06 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: বাড়ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অর্জুন সিংয়ের নিরাপত্তা। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগেই বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তাঁকে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এএনআই সূত্রের খবর, এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা (Y category security Abhijit Gangopadhyay) দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ওয়াই ক্যাটাগরির সুরক্ষা থাকবেন দু’জন কমান্ডো, আট জন জওয়ান এবং অন্তত দু’টি গাড়ির কনভয়।

নিরাপত্তা বাড়ল অর্জুন সিংয়েরও। ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিং। যোগ দেওয়ার পুরষ্কার হিসেবে ব্যারাকপুর থেকে লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট দিয়েছে অর্জুনকে। ব্যারাকপুরের অর্জুন সিংকে বিজেপি প্রার্থী (x category security To Arjun Singh)। কেন্দ্রের তরফে। ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। জেড ক্যাটাগরিতে থাকেন ২২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ৪-৬ জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশকর্মীরা। ‘জেড’ক্যাটাগরিতে সুরক্ষায ঘেরা থাকবেন অর্জুন। এই দু’জন এবং বাকি দুই বিজেপি নেতাকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেওয়া হবে।  অন্যদিকে কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও তাপস দাসকে ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।