Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

জল্পনার অবসান, ১২ বছরের সংসার ভাঙল এষা-ভরতের

Updated : 7 Feb, 2024 8:55 PM
AE: Samrat Saha
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

মুম্বই: বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, হেমা কন্যার বিয়ে ভাঙার কথা। বেশ কিছুদিন ধরে এষার সোশাল মিডিয়া প্রোফাইলে ভরতের ছবি দেখা যাচ্ছে না। এমনকী, দুই মেয়েকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন হেমাকন্যা। এতেই প্রশ্ন উঠতে শুরু করে। নানান আলোচনা-সমালোচনা শুরু হয়। অবশেষে মঙ্গলবার গুঞ্জনে সিলমোহর দিলেন দম্পতি। উভয়ের সম্মতিতেই বিচ্ছেদ, সংবাদমাধ্যমকে জানালেন এষা। দুই কন্যার দেখভাল তাঁরা যৌথভাবেই করবেন, সে কথাও জানালেন।

১২ বছরের দাম্পত্য সম্পর্ক হেমা মালিনি এবং ধর্মেন্দ্রর বড় মেয়ে এষা দেওলের (Esha Deol)। ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির (Bharat Takhtani) সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়। সাজানো-গোছানো সংসার ছিল। এবার সেই সংসারেই ভাঙল। শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে আপাতত মায়ের বাড়িতে থাকছেন এষা। বিচ্ছেদের খবর (Esha-Bharat Divorce) ঘোষণা করে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উভয়ের সম্মতিতেই এই বিচ্ছেদ। এতে কোথাও কোনও মালিন্য নেই। পাশাপাশি ভরত জানিয়েছেন, যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।