Hollywood Actor | Angus Cloud | Died | ২৫ বছরের হলিউড অভিনেতার রহস্যমৃত্যু!
২৫ বছর এর হলিউড অভিনেতা অ্যাঙ্গাস ক্লাউড গত সপ্তাহে বাবাকে হারিয়েছিলেন। খুব স্বাভাবিক কারণেই বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর থেকে মানসিক ভাবে যথেষ্ট ভেঙ্গে পড়েছিলেন অভিনেতা। দুঃখের কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়ে সান্তনা খোঁজার চেষ্টা করছিলেন। কিন্তু আঙ্গাস শেষ পর্যন্ত আর স্বাভাবিক জীবনে ফিরতে পারলেন না। ২৫ বছর বয়সী এই হলিউড অভিনেতার নিজের বাড়ি থেকেই উদ্ধার হল তার মৃতদেহ। এই রহস্য মৃত্যুর কারণ এখনও অজানা। তদন্ত চালাচ্ছে পুলিশ। পরিবারের আক্ষেপ বাবার জগতেই চলে গেলেন পুত্র।
হলিউডের একটি জনপ্রিয় শো ‘ইউফোরিয়ায’ অভিনয় করে অ্যাঙ্গাস ক্লাউড যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন। এই চরিত্রটির নাম ছিল ফেজকো ও’ নিল।টেলিভিশন সিরিজ ‘ইউফোরিয়া’-তে ফেজকো চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি লাভ করেন অ্যাঙ্গাস ক্লাউড। এটি এইচবিও টেলিভিশনে প্রচার হয়। কমেডি-ড্রামা ঘরানার ‘নর্থ হলিউড’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার অন্যান্য কাজের মধ্যে রয়েছে— দ্য লাইন, ফ্রেকি টলস প্রভৃতি। মাত্র ২৫ বছর বয়সে হলিউডের ক্লাউডের এই সাফল্যে সকলেই খুশি হয়েছিলেন। অভিনেতা তার পরিবার এবং বন্ধু-বান্ধবদের নিয়ে সবসময় আনন্দে কাটাতেন। বাবাই ছিলেন তাঁর প্রিয় বন্ধু। বাবাকে হারিয়ে তরুণ এই অভিনেতা মানসিক অবসাদে চলে গিয়েছিলেন। নিজেই এই অসহায় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছিলেন ক্লাউড।
কিন্তু লড়াই চালিয়ে শেষ রক্ষা হলো না। সোমবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড এর বাড়ি থেকে উদ্ধার করা হলো আঙ্গাসের নিথর দেহ। মৃত্যুর কারণ এখনো অজানা।ক্লাউডের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছে টিম ‘ইউফোরিয়া’।