সাতপাকে বাঁধা পড়লেন প্রাক্তন মিস ইন্ডিয়া, পাত্র কে জানেন?
কলকাতা: বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। জয় কোটাকের (Joy Kotak) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি আর্য (Aditi Arya)। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। নতুনভাবে পথচলা শুরু করলেন তাঁরা। মঙ্গলবার মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি আর্যকে বিয়ে করেছেন বিলিয়নেয়ার ব্যাঙ্কার উদয় কোটাকের ছেলে জয় কোটাক। উদয়পুরে জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয় অন্যান্য আচার-অনুষ্ঠানও। তবে বিয়েতে উপস্থিত ছিলেন অদিতি ও জয়ের পরিবার ও ঘনিষ্ঠরা।
কয়েক বছর আগে একটি পার্টিতে দেখা হয়েছিল জয় ও অদিতির। সেখানে তাঁদের বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল। এরপর জয় কোটাক নাকি অদিতিকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠান। দুজনের কথা হয় এবং তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তারপর থেকে একাধিকবার দুজন একসঙ্গে সময় কাটান। গুজব ছিল যে জয় কোটাক এবং অদিতি আর্য ২০২২ সালের অগস্টে বাগদান সারেন। বাগদানের পরে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দম্পতির পোজ দেওয়ার একটি ছবিও ভাইরাল হয়েছিল। কোটাক দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অদিতি, আমার বাগদত্তা, আজ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর এমবিএ সম্পন্ন করেছে। অদিতি আর্য তোমার জন্য অত্যন্ত গর্বিত।’ অদিতিকে সেখানে তাঁর স্নাতকের পোশাকেও দেখা গিয়েছে।