
Don 3 | Announcement | বলিউডে শুরু হতে চলেছে নতুন ডনের যুগ
মুম্বই : ডন ৩(Don 3)-র আনুষ্ঠানিক ঘোষণা(Official Announcement) করলেন ফারহান আখতার(Farhan Akhtar) ও রীতেশ সিদওয়ানি(Ritesh Sidwani)।সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট-লুক মোশন পোস্টার(First Look Motion Poster)।অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) ও শাহরুখ খানের(Shahrukh Khan) পর এবার ডনের জুতোয় পা গলাতে চলেছেন অভিনেতা রণভীর সিং(Ranveer Singh)।কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে,চলতি বছরেই রণভীরকে নিয়ে ডন ৩ ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন ফারহান আখতার।অবশেষে মঙ্গলবার হয়ে গেল ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট।সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ডন ৩-র মোশন পোস্টারও।ডন-এর নতুন ছবি নিয়ে মিলেছে আরও আপডেট।সূত্রের খবর,শুক্রবারই নাকি ডিজিটাল দুনিয়ায় প্রকাশ্যে আসতে চলেছে ডন ৩-র টিজারও(Teaser)।সেদিন বড়পর্দায় মুক্তি পাচ্ছে গদর ২(Gadar 2)।সানি দেওলের ছবির সঙ্গেই জুড়তে চলেছে ডন ৩-র টিজার।সমস্ত সিনেমা হলে গদর ২ প্রদর্শনের আগে নিয়ম করে দেখানো ডন ৩-র বহু প্রতীক্ষিত টিজার। বলিউডের নতুন ডন হওয়ার আনন্দে রীতিমতো মশগুল রণভীর সি্ং।ফারহানের সঙ্গে ছবির শ্যুটিং শুরু অপেক্ষায় দিন গুণছেন করণের রকি।
সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবারই ডন ৩-র আনুষ্ঠানিক ঘোষণা করলেন ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানি।ছবির মোশন পোস্টারে নির্মাতারা জানিয়েছেন,নতুন ডনের যুগ শুরু হয়েছে।আর বলিউডের নতুন ডন মানেই তিনি যে রণভীর সিং তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।বছরের শুরুতে পাঠান মুক্তি পাওয়ার পরই শাহরুখ খান জানিয়েছিলেন আর ডন সাজতে নারাজ তিনি।আগামী দিনে যে ধরণের ছবিতে অভিনয় করতে চান,তার থেকে একদমই আলাদা ডন ৩।যে কারণে নতুন ডন হিসেবে রণভীর সিংকে বেছে নেন পরিচালক ফারহান আখতার।

ছবির শ্যুটিং কবে শুরু হবে সেই নিয়ে দারুণ জল্পনা ছিল।কারণ,রোড জার্নি ফিল্ম জি লে জারা-র শ্যুটিং আগে শেষ করতে চাইছিলেন ফারহান আখতার।কিন্তু ছবির কোনও নায়িকারই ডেট মিলছে না।তাই আপাতত বিশ বাঁও জলে জি লে জারা।বদলে ডন ৩ কেই নেক্সট প্রজেক্ট করতে চলেছেন ফারহান আখতার।কিছুদিন আগেই জানা গিয়েছিল রণভীর সিংয়ের জন্মদিনে নাকি ডন ৩-র ঘোষণা করবেন নির্মাতারা।কিন্তু রকি অউর রানি-র সাফল্য পর্যন্ত ছবির ঘোষণা স্থগিত করার অনুরোধ করেন রণভীর সিং।সম্প্রতি ২০০কোটির গন্ডি পেরিয়েছে রকি অউর রানি কি প্রেম কাহানি।তাই ডন ৩-র ঘোষণা টা করেই ফেললেন ফারহান আখতাররা।

ছবিতে ডনের ভূমিকায় কে অভিনয় করবেন তা প্রকাশ্যে না জানালেও।এবার যে ছবিতে নতুন ডনের আত্মপ্রকাশ ঘটতে চলেছে তা সাফ বুঝিয়ে গিয়েছেন পরিচালক।শোনা যাচ্ছে,শুক্রবারই নাকি প্রকাশ্যে আসবে ডন ৩-র প্রথম টিজারও।ছবিতে রোমার ভূমিকায় যে প্রিয়াঙ্কা চোপড়া থাকছেন না তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।এবার নতুন ডন রণভীর সিং ছাড়া ডন ৩ তে আর কাকে কাকে নেন ফারহান এখন সেটাই দেখার।
