Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

কঙ্গনার পর এবার ইন্দিরা গান্ধী ফতিমা সানা শেখ!

Updated : 9 Nov, 2023 7:43 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandal
Edit: Silpika Chatterjee

কলকাতা: কঙ্গনার পর এবার ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ভুমিকায় ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)! প্রথম লুকেই বাজিমাত অভিনেত্রীর। ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে তাক লাগিয়ে ছিলেন কঙ্গনা রানাউত। এবার পালা ফতিমা সানা শেখের। ‘দঙ্গল’ ছবিতে গীতা ফোগাতের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক তাঁর। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। তবে, এবার মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’ ছবিতে ইন্দিরা গান্ধীর অবতারে রীতিমতো চমক দিয়েছেন অভিনেত্রী।

এই বিষয়ে ফতিমা জানিয়েছেন, “এরকমটা একটা চরিত্রে অভিনয় করতে পারব, তা স্বপ্নেও ভাবিনি। নিজের লুক থেকে শুরু করে অভিনয়ের স্টাইল বদলাতে হয়েছে। যা কিনা চ্যালেঞ্জিং ছিল। তবে হ্যাঁ , এটা বলতে পারি। কঙ্গনার “এমার্জেন্সি” ছবির ইন্দিরা গান্ধী লুক আমাকে মুগ্ধ করেছে।”

দেশের ডেয়ারডেভিল আর্মি জেনারেলদের একজন ‘স্যাম বাহাদুর’। ১৯৭১-এ পাক সেনার অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছিল তাঁর নেতৃত্বেই৷ এরকমই এক যুদ্ধক্ষেত্রে মারাত্মক জখম হয়েছেন স্যাম৷ শরীরে বিঁধে আছে সাত সাতটা বুলেট৷ চিকিৎসক অস্ত্রোপচারের সময় জানতে চাইলেন, হয়েছে কী? স্যাম বাহাদুরের নিরুত্তাপ জবাব, ‘ও কিছু নয়, একটা বাঁদরে লাথি মেরেছে এই যা৷’ এমন মানুষের বলার ভঙ্গি বেশ ভালভাবেই আয়ত্ত্ব করেছেন ভিকি। পালটে ফেলেছেন বাচনভঙ্গি। আর্মির ক্যাপ্টেনের ভূমিকায় তিনি ভরসা করেছিলেন ভিকি কৌশলকে। ট্রেলার দেখেই দর্শকদের একাংশ দাবি করছেন, ১০০-য় ১০০ পেয়ে পাশ করেছেন ভিকি।