তিলোত্তমায় শুরু হল নিউ এজ সিনেমার এক ঐতিহাসিক উদযাপন
Updated : 3 Aug, 2024 4:40 PM
AE: Krishnendu Ghosh
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
শুরু হল ‘ফেস্ট5’ (FEST5 International Film Festival 2024), ন্যাশনাল লাইব্রেরি এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় ন্যাশনাল লাইব্রেরি (National Library Kolkata) প্রেক্ষাগৃহে এই প্রথম আয়োজিত হল এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৪ অগাস্ট পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব (Film Festival)।
এই অনন্য সাধারণ আয়োজন ন্যাশনাল লাইব্রেরীর ১৮৮ বছরের ইতিহাসে এই প্রথমবার। F5IFF’24-তে ১৩৯টি দেশ থেকে ১৫০টিরও বেশি চলচ্চিত্রের আবেদন পেয়ে অভিভূত উদ্যোক্তারা। ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন সেন, তনুশ্রী চক্রবর্তী, কল্যাণ রূদ্র (চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ), রথীন কান্জী, সৌরভ দে (ফেস্ট5, প্রতিষ্ঠাতা- পরিচালক) প্রমুখ খ্যাতনামা ব্যক্তিত্বরা।
Tags: