শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরের অনুমতি মিলল না
কলকাতা: হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) । তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) করতে পারবে না যাদবপুর থানা। নির্দেশে জানালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশকে কাজে বাধা এবং অন্যান্য অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় যাদবপুর থানা (Jadavpur PS)। আদালতের মন্তব্য, বিক্ষোভের ঘটনার দিন শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন তা নির্দিষ্ট কাউকে উদ্দেশ করে নয়।
যদিও জনপ্রতিনিধিদের এই ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে আদালত। এর ফলে মানুষের মনে ওই পদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে।
যদিও এর প্রেক্ষিতে ফৌজদারি ধারা প্রয়োগ করা যায় না। আগামী ১৭ ও ১৮ নভেম্বর পরবর্তী শুনানি। এদিকে ময়দান এলাকায় মেট্রোরেল সম্প্রসারণের নামে অবাধে গাছে কাটার বিরুদ্ধে মামলা একটি মানবাধিকার সংগঠনের।