Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Opposition’s Meeting Postponed | রাহুল-খাড়্গেকে হাজির রাখতে পাটনা-বৈঠকের দিন পিছল, ২৩ জুন বসবে বিরোধীরা

Updated : 5 Jun, 2023 4:53 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: বিজেপি বিরোধী দলগুলির পাটনা-বৈঠকের দিন পিছল। আগামী ১২ জুন নীতীশ কুমারের ডাকে মোদি সরকার উৎখাতের উদ্দেশ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত ঠিক হয়েছে এই বৈঠক বসবে আগামী ২৩ জুন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ১০ দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছেন। পাশাপাশি পূর্বনির্ধারিত কর্মসূচির জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও উপস্থিত থাকতে পারবেন না বলে কংগ্রেস জানিয়ে দিয়েছিল। জয়রাম রমেশ জানিয়েছিলেন, তবে কংগ্রেসের তরফে একজন প্রতিনিধি ওই বৈঠকে থাকবেন। অন্যদিকে, ১২ জুনের মহাবৈঠক নিয়ে ডিএমকে এবং সিপিএমেরও সামান্য অসুবিধা ছিল। এই অবস্থায় রাহুল ও খাড়্গের উপস্থিতিতে বিরোধী জোটের আলোচনা সম্পন্ন করতে তারিখ পিছানো হল বলে মনে করা হচ্ছে।

মহাজোটের বিষয় নিয়ে প্রথম আলোচনার তারিখ ঘোষণার পর কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ২০ জুনের পর বৈঠক হলে তাদের সুবিধা হয়। কারণ তার আগে রাহুল কিংবা মল্লিকার্জুনের সময় পাওয়া যাবে না। তা সত্ত্বেও নীতীশ কুমার ১২ জুন ধরেই বৈঠক ডাকেন। সকলের সঙ্গে আলোচনা করে ওই দিন স্থির করা হলেও বিগড়ে বসে ডিএমকে এবং সিপিএম। ডিএমকে-র সর্বময় নেতা এম কে স্ট্যালিন জানিয়ে দেন তাঁর পক্ষে ওইদিন হাজির থাকা সম্ভব হবে না। সিপিএমও তারিখ পরিবর্তনের কথা জানিয়ে দেয়। বিশেষত রাহুল গান্ধীর মতো কংগ্রেস নেতার গরহাজিরা বিরোধী জোটের ভবিষ্যতের পক্ষে ভালো দেখাবে না।

রাহুলের ১৮ জুন নাগাদ আমেরিকা সফর শেষে ভারতে ফেরার কথা। তাই সকলেই চাইছে, তাঁর এবং খাড়্গের উপস্থিতি মোদি সরকারের উপর বিশেষ চাপ সৃষ্টি করবে। ফলে নীতীশ কুমারও বাধ্য হয়ে ফের সকলের সঙ্গে কথা বলে ২০ জুনের পর বৈঠকের দিন করতে থাকেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিক থাকলে ২৩ তারিখে ওই মহাবৈঠক হবে।

উল্লেখ্য, নীতীশ কুমার যখন দিল্লিতে গিয়ে রাহুল-খাড়্গের সঙ্গে দেখা করেন, তখনই কংগ্রেস তাঁকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, মহাজোট হলে তার স্টিয়ারিং থাকবে ‘হাতে’ই। কারণ অ-বিজেপি দলগুলির মধ্যে তারাই সংখ্যাগরিষ্ঠ। তার উপর কর্নাটকে জয়ের পর কংগ্রেসের সেই দাবি আরও জোরাল হয়েছে। তাই নীতীশ কুমারও চাইছেন রাহুল-খাড়্গে জুটিকে যেন বৈঠকে হাজির করানো যায়। যদিও অ-বিজেপি দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেও কেউ কেউ আঞ্চলিক রাজনীতিতে প্রবল কংগ্রেস-বিরোধী।