Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

ভূতের চরিত্রে ঊষসী, প্রকাশ্যে ‘পেত্নি’ সিরিজের টিজার ও ফাস্ট লুক

Updated : 5 Nov, 2023 11:20 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: অগোছালো উস্কো-খুস্কো চুল কাঁধ বেয়ে নেমে এসেছে। লাল চোখ। শুকিয়ে যাওয়া ঠোঁট। বিষণ্ণ মুখ। পেত্নির বেশে অভিনেত্রী (Actress) ঊষসী রায় (Ushasi Ray)। প্রকাশ্যে এল নতুন ওয়েব সিরিজ (Web Series) ‘পেত্নি’ (Petni)-র টিজার ও ফাস্ট লুক। ঊষসী রায়ের সোশ্যাল মিডিয়ার পাতায় এক রহস্যময় ছবি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক গুহার মধ্যে এক নারীর ছায়ামূর্তি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “এমন কিছু কি আছে যা ছায়া হয়ে সরে যায়?”

নতুন এই সিরিজ়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ঊষসী। তিনি জানিয়েছেন, ‘অভিমুন্য মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছিলাম। একটা হরর ছবির অংশ হওয়া এমনিতেই একটা অন্যরকম অভিজ্ঞতা। তার ওপর, আমিই পেত্নির ভূমিকায় অভিনয় করেছি। তার ওপর আড্ডা টাইমসের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অধীর আগ্রহে অপেক্ষা করছি জানার জন্য দর্শকদের কেমন লাগে।’