Gujarat Rain | গুজরাতে হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি
গুজরাত: বর্ষার (Rain) জেরে বন্যা (Flood) উত্তর ও পশ্চিম ভারতে (North and West India) । বৃষ্টির (Rain) হয়ে চলেছে এক নাগাড়ে। শনিবার (Saturday) থেকে বৃষ্টির পরিমান ২১৯ মিলিমিটারের (Milimiter) বেশি। যার জেরে হড়পা বান ও দেখা দিয়েছে। সূত্রের খবর, সেই বানের জলে ডুবে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের।
দক্ষিণ গুজরাতের ও সৌরাষ্ট্র এলাকায় শনিবার সারাদিন বৃষ্টিপাতের যেতে সংলগ্ন নদীর বাঁধ ভেঙেছে। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে একাধিক নদী। জলে ভেসে গেছে নিচু এলাকা গুলি। নোভিসারি এলাকায় দু’জন বনের জলে ভেসে গেছেন। পরে জানা গিয়েছে, সম্পর্কে তাঁরা বাবা এবং ছেলে। বাবাকে উদ্ধার করা গেলেও পুত্রকে খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই গুজরাতের বিভিন্ন জেলায় বিপর্যয় এলাকা বাহিনী সক্রিয় হয়েছে।
এছাড়াও শনিবার দ্বারকা, ভাবনগর, তাপি, ভারুচ, সুরাত, আমরেলির মতো জেলায় অটো বৃষ্টি হয়েছে। সৌরাষ্ট্র-কচ্ছ এলাকায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলেই জানিয়েছে মৌসম ভবন। সেই সঙ্গে এও জানানো হয়েছে আগামী তিন থেকে চার দিন বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। ফলে বন্যা পরিস্থিথি আরও সঙ্কট ডেকে আনতে পারে। যার কারণে ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত গুজরাতের উপকূল এলাকায় মৎস্যজীবীদের গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।