ফ্লেভারড সিগারেট ব্যান, সিদ্ধান্ত স্পেন সরকারের
Updated : 20 Jan, 2024 9:14 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
স্পেনে আর পাওয়া যাবে না ফ্লেভারড সিগারেট ( Flavored Cigarette), এমনই সিদ্ধান্ত নিল স্পেন সরকার (Spain Government)। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, কোনও ভাবেই কোনও ফ্লেভার জাতীয় উপাদান ব্যবহার করা চলবে না তামাক দ্রব্যগুলিতে। এই ফ্লেভারড হিটেড টোব্যাকোর ক্ষেত্রে পাইরোলাইসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে, তামাক পাতা থেকে নিকোটিন বের করতে উচ্চ তাপ ব্যবহার করা হয়। তামাকের পাতাগুলিকে আগুনে পোড়ানো হয় না। এই বিকল্প পদ্ধতিটি ইতিমধ্যেই জনপ্রিয় ছিল এই স্পেনে। ইলেকট্রিক সিগারেট ক্ষেত্রেও নিকোটিন যুক্ত তরলকে তাপ দেওয়া হয় এবং এর থেকে ধুঁয়ো বের হয়। এই সিগারেটে কোনও তামাক পাতা না থাকার কারণে বেশ কিছু দেশে ইতিমধ্যে ব্যান হয়ে গিয়েছে ই-সিগারেট।
Tags: