Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

অন্নসংস্থানের জন্য বাধ্য হয়ে ফুটপাতে খাবারের স্টল দিলেন নামী টেলি-পরিচালক! ভাইরাল ভিডিও

Updated : 3 Dec, 2024 9:10 PM
AE: Krishnendu Bala
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া ছেড়ে সোজা ফুটপাতে খাবারের স্টল। জীবনের চড়াই উৎরাইয়ের দো’টানায় পরিচালক অয়ন সেনগুপ্ত এবং তাঁর অভিনেত্রী স্ত্রী সাক্ষী থাকলেন এমনই এক পতনের। গত দু’ বছরের বেশি সময় ধরে পরিচালকের হাতে কাজ নেই। তাই অন্ন সংস্থানের জন্য একপ্রকার বাধ্য হয়ে ফুটপাতের খাবারের স্টল দিয়েছেন। ‘কোনও কাজই ছোট নয়’ -এই মানসিকতাকে অবলম্বন করে এই পথ বেছে নিয়েছেন পরিচালক অয়ন। এই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কালীঘাট মেট্রো স্টেশনের ১ নম্বর গেটে তপন থিয়েটারের কাছে সস্ত্রীক এক অস্থায়ী অয়নের। বিক্রি করছেন মটন কিমা ও ঘুগনি। ঘুগনিতে রয়েছে মটন কিমা, মাটন চর্বি, আলু ও চর্বি। এছাড়াও তাদের দোকানে পাওয়া যায় চিকেন পকোড়া, ভেজিটেবল চপ এবং লোটে ফ্রাই। রাস্তায় এই মুখরোচক খাবারগুলি বিক্রি করছেন টেলিভিশনের জনপ্ৰিয় অয়ন সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পরিচালক অয়ন বলছেন, তাঁর স্ত্রী এই মুহূর্তে গীতা এলএলবি সিরিয়ালে অভিনয় করছেন। প্রায় ২ বছর ৩ মাস তাঁর নিজের হাতে কোনও কাজ নেই। ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘কে আপন কে পর’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ভানুমতীর খেল’, ‘সন্ধ্যাতারা’, ‘জয়ী’-এর মতো অনেক হিট ধারাবাহিক তিনি পরিচালনা করেছেন। তবে হাতে কাজ না থাকায় একমাত্র সন্তানের কথা ভেবে বাধ্য হয়ে ফুটপাতে খাবার স্টল খুলেছেন।

প্রসঙ্গত, সোমবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি খোলা তাঁর দোকান। বাংলা সিরিয়ালপ্রেমী মহল তাঁকে এই ভূমিকায় দেখে মর্মাহত। তাঁদের আশা খুব তাড়াতাড়ি পরিচালনার কাজে ফিরবেন অয়ন।