Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ |
K:T:V Clock

বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সাইবার জালিয়াতির শিকার

Updated : 22 Dec, 2023 8:09 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: সাইবার জালিয়াতির (Cyber Crime) শিকার বম্বে হাইকোর্টের (Bombay High Court) প্রাক্তন প্রধান বিচারপতি। উধাও প্রায় ৫০০০০ টাকা। এফ আই আর মুম্বইয়ের কোলাবা থানায় (Kolaba PS)।

২৭ নভেম্বর অচেনা নম্বর থেকে ওই প্রাক্তন প্রধান বিচারপতি আর ডি ধানুকা (Justice R D Dhanuka) একটি মেসেজ পান। সেখানে বলা হয়, অবিলম্বে প্যান কার্ড আপডেট না করলে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কার্ড চালু রাখার জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। নির্দেশ মতো তিনি লিংকে ক্লিক করে প্যান কার্ডের তথ্য দেন। খানিক পরে ব্যাংক জানায়, তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৯,৯৯৮ টাকা বেরিয়ে গিয়েছে।