Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

ভারতের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক ক্রিকেটাররা

Updated : 6 Nov, 2023 9:21 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা:বিশ্বকাপে ভারতীয় দল (Team India) যেন রোড রোলার। সামনে যে আসছে তাকেই স্রেফ পুঁতে দিচ্ছে। শ্রীলঙ্কাকে ৫৪ রানে শেষ করে দেওয়ার পর শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৮৩ রানে বান্ডিল করলেন ভারতীয় বোলাররা। যে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হয়েছিল, রোহিত শর্মারা (Rohit Sharma) সেই ম্যাচ জিতলেন ২৪৩ রানে। ভারতের এই অবিশ্বাস্য ফর্ম থেকে চুপ করে থাকতে পারছেন না প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা। প্রশংসায় পঞ্চমুখ মহম্মদ ইউসুফ (Mohammad Yusuf) থেকে শোয়েব আখতার (Shoaib Akhtar) হয়ে ওয়াসিম আক্রম (Wasim Akram)।

ইউসুফ মনে করছেন, বিশ্বকাপে ভারতকে কেউ হারাতে পারবে না। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হবে তারা। প্রাক্তন ডানহাতি ব্যাটার বলেন, “ম্যাচের আগে মনে হয়েছিল দুটো সেরা দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হবে। কিন্তু এই ম্যাচের পরে একটা দলই টুর্নামেন্টের সেরা। ভারতই ফেভারিট কারণ তাদের টপ ক্লাস ব্যাটার এবং বোলার আছে, ওদের ফিল্ডিংও সেরা এবং ওরা একটা সঙ্ঘবদ্ধ হয়ে খেলছে।” ইউসুফ এও জানান, রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার কেমিস্ট্রি অসাধারণ। প্রাক্তন পাক ক্রিকেটারের মতে ভারতকে হারাতে পারে একমাত্র দুর্ভাগ্য।