Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

ধূপগুড়িতে উপনির্বাচনের আগে বিজেপিতে যোগদান তৃণমূলের প্রাক্তন বিধায়কের  

Updated : 3 Sep, 2023 6:46 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

ধূপগুড়ি: উপনির্বাচনের আগেই তৃণমূলে (TMC) বড় ধাক্কা। ধূপগুড়িতে ভোটের শেষ প্রচারের দিনই প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায় (Mitali Roy) যোগদান করলেন বিজেপিতে। রবিবার বিজেপি পার্টি অফিসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করছেন তিনি।  

আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার প্রেক্ষিতে শনিবার ধূপগুড়ির ফণীর মাঠে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, শাসকদলে বড়সড় ধাক্কা। 

প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ধূপগুড়িতে তৃণমূলের বিধায়ক ছিলেন মিতালী রায়। 

শনিবার ধূপগুড়িতে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন সভামঞ্চ থেকে সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেসের জনসভায় উপস্থিত সকলকে অভিষেক প্রশ্ন করেন আপনাদের কী দাবি রয়েছে? সকলেই ধূপগুড়িকে মহকুমার করার দাবি জানায় অভিষেক বন্দোপাধ্যায়কে।এরপরই তিনি এদিনের সভা মঞ্চ থেকে জানান, তিন মাস অর্থাৎ আগামী  ডিসেম্বর মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমাতে রুপান্তরিত করা হবে।

উল্লেখ্য ধূপগুড়িকে মহকুমার করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ধূপগুড়ি নাগরিক মঞ্চ। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও ধূপগুড়িকে মহকুমার করার দাবি তুলে ধরা হচ্ছিল। এদিন সভা মঞ্চ থেকেই ধূপগুড়িবাসীর সেই দাবিকেই সিলমোহর দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।