Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

কেন্দ্রের তরফ থেকে বদলে ফেলা হচ্ছে ফোর্ট উইলিয়ামের নাম! কী হতে চলেছে নতুন নাম?

Updated : 6 Feb, 2025 1:44 PM
AE: Parvej Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Susmita Dey

কেন্দ্রের তরফ থেকে বদলে ফেলা হতে চলেছে ফোর্ট উইলিয়ামের নাম। ২৫০ বছরের পুরোনো এই দুর্গের নতুন নাম হতে চলেছে ‘ বিজয় দুর্গ ‘ , জানিয়ে দেওয়া হল কেন্দ্রের তরফ থেকে। প্রাথমিক অনুমান, ব্রিটিশদের ছাপ মুছতেই কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ফোর্ট উইলিয়ামের নতুন নাম এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। সূত্র মারফত খবর, ২০২৪ এর ডিসেম্বর মাসেই ফোর্ট উইলিয়ামের নাম বদল হতে চলেছে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৬৯৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে তৈরি করা হয়েছিল এই দূর্গ। নামকরণ করা হয়েছিল ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে। বর্তমানে ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর। মঙ্গলবার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কম্যান্ডার হিমাংশু তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান, ‘‘গত ২ ডিসেম্বর নাম বছরের নির্দেশ আসে। সরকারি ভাবে এখনও ঘোষণা না হলেও প্রশাসনিক কাজকর্মে ফোর্ট উইলিয়ামকে বিজয় দুর্গ হিসাবেই উল্লেখ করা হচ্ছে।’’