Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Aadhaar Card Update | বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ দিন কবে জেনে নিন

Updated : 17 Jun, 2023 8:13 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: বর্তমানে আমজনতার জন্য আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পরিচয় পত্র থেকে শুরু করে ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি একাধিক প্রমাণ পত্র হিসাবে কাজ করে আধার কার্ড। তবে অনেক ব্যক্তিরই আধার কার্ডে নানা ভুল থাকে, কখনও নামের বানানে ভুল। আবার কখনও বাড়ির ঠিকানায় ভুল। কিংবা ছবিতে গলদ থাকতে পারে। এই ভুলগুলি যেকোনও সময় আপনাকে বিপদে ফেলতে পারে। এই পরিস্থিতিতে অনেকেই আধার কার্ড ঠিক করে নেন। এর জন্য নির্দিষ্ট চার্জ নেওয়া হয়। তবে এখন আধার কার্ড আপডেট করতে হলে কোনও চার্জ দিতে হচ্ছে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেট করা যাবে। যদিও এটা করার জন্য নির্ধারিত দিন ছিল গত ১৫ মার্চ ২০২৩ থেকে ১৪ জুন, অর্থাৎ, আজই সেই দিন শেষ হচ্ছে। 

কীভাবে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে?
ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, আধারের অনলাইন পোর্টাল থেকে বিনামূল্যে তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা। তবে ‘কমন সার্ভিস সেন্টার’ থেকে আধারের তথ্য আপডেট করতে গেলে টাকা লাগবে। অনলাইনে বিনামূল্যে আধারের তথ্য আপডেটের জন্য উপভোক্তাদের https://myaadhaar.uidai.gov.in/portal-তে যেতে হবে। আধার নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর নথিভুক্ত মোবাইল নম্বরে ‘ওটিপি’ আসবে। তারপর ‘ডকুমেন্ট আপডেট’ -তে যেতে হবে উপভোক্তাদের। নিজেদের তথ্য যাচাই করতে পারবেন। নথি আপলোড করতে পারবেন উপভোক্তারা।

কীভাবে আধার কার্ডের ঠিকানা আপডেট করতে হবে? 
১) প্রথমে আধারের পোর্টালে যেতে হবে। ‘Proceed to update address’-তে ক্লিক করতে হবে। 

২) আধার নম্বর, নথিভুক্ত মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে। 

৩) ঠিকানা সংক্রান্ত বৈধ নথি থাকলে ‘Proceed to Update Address’-তে ক্লিক করতে হবে। 

৪) এরপর ১২ ডিজিটের আধার নম্বর লিখে ‘Send OTP’-তে ক্লিক করতে হবে। 

৫) ওটিপি টাইপ করে ‘Aadhaar Account’-এ ক্লিক করতে হবে। 

৬) এরপর ‘Update address via address proof’-তে ক্লিক করে নতুন ঠিকানা দিতে হবে।

৭) ঠিকানার প্রমাণ হিসেবে কোন ধরনের আপলোড করছেন, তা বেছে নিতে হবে। 

৮) স্ক্যান করা নথি আপলোড করতে হবে এবং ‘Submit’-তে ক্লিক করতে হবে। 

৯) সেই আবেদন গৃহীত হবে এবং ১০ ডিজিটের ‘Update Request Number (URN)’ পাবেন। সেটা রেখে দিতে হবে।

আধার আপডেটের জন্য ৫০ টাকা ফি- আপনি যদি আধার কার্ডে ঠিকানা পরিবর্তন বা আপডেট করতে চান, তবে ৫০ টাকা আপনাকে ফি দিতে হবে। পেমেন্ট করার পরে সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে, তারপর যাচাইকরণের পরে আপনার আধারে ঠিকানা আপডেট করা হবে।

আপনার আধার কার্ড আপডেট বাতিল হতে পারে- আপনি যদি আপনার আধার কার্ড আপলোড করতে চান তবে আপনার কাছে ঠিকানা এবং নাম সম্পর্কিত নথিও থাকা উচিত, তবে যদি এই জিনিসগুলি ভুল দেওয়া হয় বা নথিতে কিছু ভুল থাকে তবে আপনার আধার কার্ড আপডেট বাতিল করা হবে।