Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

আজ জয়পুরে ম্যাক্রোঁ, মোদির সঙ্গে ঘুরবেন গোলাপি শহরে

Updated : 25 Jan, 2024 8:36 PM
AE: Samrat Saha
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: ৭৫-তম গণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজই ভারতে এসে পৌঁছচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রাজস্থানের জয়পুরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-ফ্রান্স বন্ধুত্বের ২৫ বছর পূর্ণ হবে ম্যাক্রোঁর এই সফরে। ফরাসি অতিথিকে স্বাগত জানাতে গোলাপি শহর কনের সাজে সেজে উঠেছে। শহরজুড়ে ম্যাক্রোঁ এবং মোদির পোস্টারে ভরে গিয়েছে।

জয়পুরে পৌঁছে ম্যাক্রোঁকে নিয়ে মোদি প্রথমে যাবেন জয়পুরের অম্বর দুর্গে। হাওয়া মহলও দেখবেন ফরাসি অতিথি। উল্লেখ্য, এবারের কুচকাওয়াজের বৈশিষ্ট্য হল, দুদেশের বন্ধুত্বকে আরও মজবুত করতে ফ্রান্সের একটি সেনাদল প্যারেডে অংশ নেবে।