আজ থেকে আরও বাড়বে শহরের তাপমাত্রা, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি
কলকাতা: তাপপ্রবাহে পুঁড়ছে বঙ্গবাসী। গরমে হাঁসফাস পরিস্থিতি রাজ্যজুড়ে। এই অবস্থায় গরম কমার কোনও লক্ষণ নেই রাজ্য়ে। বরং আরও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াতে পারে। রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শহরে তাপমাত্রার পারদ দিনের বেলায় টানা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর বলছে, আজ থেকে আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। অন্তত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে কলকাতার তাপমাত্রা টানা ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২০ এপ্রিল আগামী মঙ্গলবার পাঁশকুড়ার তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।