Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

চাহিদা কমল ‘গদর-২’ এর, জওয়ান জ্বরে আক্রান্ত দেশবাসী

Updated : 10 Sep, 2023 4:53 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

জওয়ান আসার পর অনেক তাই কমে গিয়েছে গদর-২ এর চাহিদা। গতি শ্লথ হয়ে ধীরে ধীরে এগোচ্ছে ‘গদর-২’ এর গাড়ি। যদিও অনেকেরই আশা ছিল ‘পাঠান’ টপকে বলিউডের ১ নম্বর ছবির নজরি গড়বে ‘গদর ২’. কিন্তু সেই আশায় জল ঢেলে দিল কিংখানের ‘জওয়ান’। পঞ্চম শুক্রবার ‘গদর’র আয়ের অঙ্ক ছিল এতদিনে সবচেয়ে কম। মাত্র ৯০ লাখ। তবে sacnilk.com-এর রিপোর্ট বলছে শনিবার সানি দেওলের সিনেমা আয় করেছে ১.৪৫ কোটি। আর সব মিলিয়ে গদর ২-এর আয় গিয়ে দাঁড়াল ৫১২.৩৫ কোটিতে। 

২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’ তারা সিং আর সাকিনার প্রেম কাহিনি। তারই সিক্যুয়েল ‘গদর ২’। গল্পের শুরু দেশ ভাগের প্রেক্ষাপট দিয়ে। আর গদর ২ তারা সিংয়ের ছেলে চরণজিৎকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে। পরিচালনা করেছেন অনিল শর্মা। তারার চরিত্রে সানি দেওল, সাকিনার চরিত্রে আমিশা। আর চরণজিতের চরিত্রে উৎকর্ষ শর্মা।

তবে ‘জওয়ান’ শাহরুখকে শুভেচ্ছা জানাতে ভুললেন না পর্দার ‘সাকিনা’ (আমিশা)। এক্সে-এ (টুইটার) লিখলেন,শুভেচ্ছা @iamsrk আরও একবার বক্স অফিসে গদর তৈরি করার জন্য়। তুমি ছাড়া এই ম্যাজিক আর কেই বা তৈরি করতে পারে। আমরা তোমায় ভালোবাসি।

এদিকে ‘গদর-২’ দেখার পর সানিকে ফোন করে শুভকামনা জানান শাহরুখ। যদিও এক হিন্দি সিনেমা ‘ডর’ এ একত্রিত ভাবে অভিনয় করার পরে শাহরুখ খান এবং সানি দেওয়লের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল দীর্ঘ সময়। কারণ, ওই সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন সানি। অপরদিকে খল নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান।  আর ছবি মুক্তির পর সানির কোথাও মনে হয়েছিল যে সিনেমায় নায়কের চেয়ে খলনায়কের চরিত্র কোথাও বেশি গুরুত্ব পেয়েছে। সেই থেকেই দুজনের মধ্যে একটি নীরব দ্বন্দ্ব চলছিল। যার অবসান হয় ‘গদর-২’ মুক্তির পর। 

সানি দেওয়ল জানান, শাহরুখ তাঁর গদর-২ দেখার পর তাঁকে ফোন করে বলেন, ‘আমি খুব খুশি, আপনি সত্যিই এটির যোগ্য’। ওঁর স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ানের সঙ্গেও ফোনে কথা বলি।