Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Gadar 2 | Trailer | দীর্ঘ অপেক্ষার পর ‘গদর-২’ এর ট্রেলার

Updated : 27 Jul, 2023 5:42 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

দীর্ঘ অপেক্ষার পর কার্গিল দিবসের দিন প্রকাশ্যে এসেছে সানি দেওল এবং- আমিশা প্যাটেলের বহু চর্চিত ছবি ‘গদর-২’ (Gadar 2)এর ট্রেলার। দু’দশক পর রুপোলি পর্দায় ফিরছেন সানি দেওল। ছবির ট্রেলার দেখে অনেকেই তারাকে ‘থর’ (Thar) এর সঙ্গে তুলনা করেছেন। হাতুড়ি হাতে পাকিস্তানের মাটিতে দুর্দান্ত অ্যাকশন মনে করিয়ে দেয় ‘থর’ এর কথাই। এর আগে তাঁদেরই অভিনীত ‘ গদর ‘ এক প্রেম কাহিনী হিন্দি সিনেমার ইতিহাসে অন্নতম ব্যবসা সফল ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল পরিচালক অনিল শর্মার এই ফিল্ম। এবার মুক্তি পেতে চলেছে ওই সিনেমারই সিকুয়েল। এই সিনেমায় পরিচালক অনিল শর্মার পুত্র উৎকর্ষর অভিনয় করতে পারেন। 

পুরো ট্রেলার জুড়ে নচেনা ভঙ্গিতেই ধরা দিয়েছেন তারা সিং বা সানি দেওল। তাঁর ‘ঢাই কিলো’র হাতের ম্যাজিক, আর পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে একা লড়াইয়ের অসাধ্য সাধনের টুকরো ঝলক উঠে এল ছবির ট্রেলারে। সেই সঙ্গে মাথার চুল খাড়া করে দেওয়া সংলাপ। অ্যাকশনে ঠাসা এই ট্রেলারের শুরুতে ধরা পড়ে ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর ঝলক।

উল্লেখ্য ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করেই পাকিস্তানে পা দেবে তারা সিং। এর আগে গদর সিনেমায় নিজের অর্ধসঙ্গিনীকে ফিরিয়ে আন্তে শশুর বাড়ি গিয়েছিলেন। আর গদর ২ তে বন্দি ছেলেকে ফেরাতে লাহোরে হাজির তারা। সে দেশে ছেলেও ফেরাতে গিয়ে হাতুড়ি দিয়ে একের পর সেনাকর্মীর মাথা গুঁড়িয়ে দিতে দেখা গেল সানিকে। ট্রেলারে তাঁর মুখে একটি সংলাপে শোনা যায় মৃত্য়ুদণ্ডের সাজাপ্রাপ্ত জিতে জোর গলায় সেদেশের আর্মি জেনারেলকে বলে, ‘ আমার বাপ এখানে এলে তোর এত টুকরো করবে গোটা পাকিস্তান গুনে শেষ করতে পারবে না’। এরপর পাক সেনাকে চ্যালেঞ্জ ছুড়ে তারা সিং জানায়- ‘এখানকার লোকজন সুযোগ পেলে ফের ভারতে গিয়েই বসবাস করবে, অর্ধেক পাকিস্তান খালি হয়ে যাবে। তোমার ভিক্ষার পাত্র নিয়ে ঘুরবে অথচ ভিক্ষা মিলবে না’।