গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে রেল
কলকাতা: গঙ্গাসাগরের মেলা উপলক্ষে কয়েক লক্ষ মানুষ পুণ্যস্নানে সাগরে যায়। ১২ থেকে ১৬ জানুযারী গঙ্গাসাগরের মেলা। মেলা উপলক্ষ্যে সাগরে উপচে পড়বে মানুষের ভিড়। যাত্রীদের সুবির্থের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। ১২ থেকে ১৬ জানুয়ারী এই রুটে ৭২ টি স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদহ থেকে নামখানার মধ্যে অতিরিক্ত ট্রেন ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন। রেলের তরফে জানানো হয়েছে ভিড় সামাল দিতে অতিরিক্ত খালি রেক ব্যবস্থা রাখা হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে সমস্ত শিয়ালদহ শাখার আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন উচ্চপদস্থ আধিকারিকরা। মেলার দিনগুলো অতিরিক্ত ভিড় হবে। সেই কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপের মতো ব্যস্ত স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট বুকিং সেন্টারও খোলা হচ্ছে। অতিরিক্ত বুকিং ক্লার্কদের অস্থায়ী মোতায়েন করা হবে। এছাড়াও এই স্টেশনগুলিতে বুথের ব্যবস্থা করা হচ্ছে, যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হবে। পুলিশ স্টেশন, হাসপাতাল এবং ফায়ার ব্রিগেড সহ গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলির একটি তালিকাও এই বুথ থেকে ভক্তদের দেওয়া হবে। প্রয়োজনের সময় জরুরি সহায়তা প্রদান করা যায়। আসন্ন গঙ্গাসাগর মেলা প্রত্যাশিত বিশাল ভিড় মোকাবেলা করার জন্য রেল প্রস্তুত। ১২ থেকে ১৬ পর্যন্ত মেলার দিনগুলিতে চ্যালেঞ্জ মোকাবিলার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে রেলের তরফে।
মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ বারের মেলায় সব মিলিয়ে প্রায় ১৫ হাজার পুলিশকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সুন্দরবন জেলা পুলিশ। রেলের তরফে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে শিয়ালদহ দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ, নামখানা ইত্যাদি বিভিন্ন বড় স্টেশনে বিশেষ RPF বাহিনী মোতায়েন করা হবে। সিভিল ডিফেন্স, স্কাউট থেকে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স টিমকে ব্যবহার করা হবে। মেলাজুড়ে থাকছে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। থাকছে কুইক রেসপন্স টিম ও বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। নদীপথেও স্পিডবোট এবং লঞ্চ দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এছাড়া পরিচ্ছন্নতা, স্যানিটারি এবং আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। মেলার দিনগুলিতে সমস্ত প্রধান স্টেশনগুলিতে পর্যাপ্ত পানীয় জল পাওয়া যাবে।
গঙ্গাসাগর মেলায় মুড়িগঙ্গা নদী পারাপারের ক্ষেত্রে এ বারও ইসরোর তৈরি বিশেষ প্রযুক্তি ব্যবহার করতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোর তৈরির প্রস্তুতির কাজ চলছে। ভক্তকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী এবং কর্মীদের সঙ্গে ডাক্তার ও মেডিকেল টিম থাকবে। শিয়ালদহ, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে সুসজ্জিত মেডিকেল বুথ এবং অ্যাম্বুলেন্স