কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

দীর্ঘ প্রতীক্ষার পর খুলল শ্যামপুরের গড়চুমুক মিনি জু

Updated : 22 Dec, 2023 7:11 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

উলুবেড়িয়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে খুলল শ্যামপুরের গড়চুমুক মিনি জু। করোনার পর দীর্ঘ দু’বছর বন্ধ ছিল এই চিরিয়াখানা। যদিও এর মাঝে চিরিয়াখানার উন্নতিতে কাজ করেছে বন দফতর। এসেছে একাধিক পশুপাখি। তাদের জন্য তৈরি হয়েছে একাধিক এনক্লোজার।

হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক। হুগলি নদীর তীরবর্তী এই পর্যটন কেন্দ্রের ১২.৪৩ হেক্টর জায়গা জুড়েই জিওলজিক্যাল গার্ডেন বা মিনি-জু তৈরি করেছে বন দফতর। এর আগে বেশ কয়েকবার এই চিরিয়াখানা খোলার কথা উঠলেও খোলা হয়নি। পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা চেয়েছিলেন দ্রুত খুলে দেওয়া হোক। অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন গড়চুমুকের জিওলজিক্যাল গার্ডেন।