মাসের শুরুতেই বাড়ল গ্যাসের দাম
বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তার ঠিক প্রাক্কালেই ফের দাম বাড়ল গ্যাসের (Gas price Hike)। সূত্রের খবর রবিবারে একলাফে ২০৩ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস (Gas) সিলিন্ডারের দাম। যার ফলে বর্তমানে কলকাতায় ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম ২০০০ টাকা ছাড়াল। আজ থেকেই সেই দাম কার্যকর হচ্ছে।
এর আগে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১,৮৩৯.৫০ টাকা। ২০৩ টাকা দাম বাড়ার ফলে LPG সিলিন্ডারের দাম দাঁড়াল ২ হাজার ৪৩ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম ব্যারেল অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের দাম। বর্তমানে ১৪.২ কেজি সিলিন্ডারের কলকাতায় দাম থাকছে ৯২৯ টাকা। প্রতিমাসে গৃহস্থালী এবং বাণিজ্যিক দু’প্রকার এলপিজি গ্যাসের দামের হেরফের করা হয়। এর আগে জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা বাড়ানো হয়েছিল। আবার গত মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দামে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ৯২৯ টাকা। তবে এবার মাসের শেষে গার্হস্থ্য দামের হেরফের না হওয়ায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল।