Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

উদ্বোধনের পরদিনই বন্ধ রাম মন্দির, কেন জানেন

Updated : 23 Jan, 2024 8:46 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

অযোধ্যা: খোলার কয়েক ঘণ্টার মধ্যেই অস্বাভাবিক ভিড়ের চাপ। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত বন্ধ রাখা হল রামলালার দর্শন (Ram Lalla darshan)। অযোধ্যার রাম মন্দিরের (Ram Temple) প্রাণ প্রতিষ্ঠার পর, মঙ্গলবারই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। এদিন সকালে মন্দিরের দরজা খুলতেই রামলালাকে দেখার জন্য দেখা গেল নজিরবিহীন ভিড়। ভিড়ের চাপে অযোধ্যার সব রাস্তাই প্রায় অবরুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল। বেলা ১২টা নাগাদ সাময়িকভাবে বন্ধ করে দিতে হল রাম মন্দিরের দরজা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আবার দুপুর ২টোর পর, মন্দির খুলে দেওযা হবে ভক্তদের দর্শনের জন্য।

অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নেমেছে ভক্তদের। দলে দলে পুণ্যার্থী জড়ো হয়েছেন রাম মন্দির চত্বরে। রাত ৩টে থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। রামলালাকে এক ঝলক দেখতে এবং পুজো দিতে লাখো লাখো মানুষের ভিড় মন্দিরে। সেই জনস্রোত সামলাতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রক্ষীরা। ভিড়ের জেরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল রামমন্দিরে (Ram Mandir)। ভিড়ের চাপে বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন সাধু সন্তরা। ভিড়ের চাপে ভাঙল ব্যারিকেড। তা সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে সাময়িকভাবে মন্দির দর্শন বন্ধ রাখাই নয়। পঞ্চকোসির কাছে যানচলাচলও সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে।