এই পদ্ধতিতে ব্ল্যাক হেডস দূর করে ত্বক করুন উজ্জ্বল
Updated : 25 Jan, 2024 7:37 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee
আপনার ত্বকের মৃত কোষ বা ময়লার কারণে নাকের পাশে, কপালে, গালের নরম অংশে ব্ল্যাক ও হোয়াইট হেডস দেখা যায়। এর ফলে আপনার সোন্দর্যে কিছুটা হলেও প্রভাব পরে। চিন্তা না করে বাড়িতেই ঘরোয়া আয়ুর্বেদিক পদ্ধতিতে বানিয়ে ফেলুন এই সমস্যার সমাধান।
এই পদ্ধতিতে আপনার ত্বকের জেল্লা বাড়ান ৫ মিনিটে। এটি বানাতে প্রয়োজন নারিকেল তেল ও কফি গুঁড়ো। একটি পাত্রের মধ্যে এক কাপ নারিকেল তেল নিন। তাতে আধ কাপ কফি গুঁড়ো ভালো করে মিশিয়ে, একটি পাত্রে রেখে দিন। পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে আসুন। মুখটা মুছে নিন ভালো করে। তারপর ৫ থেকে ১০ মিনিট মুখে স্ক্রাব করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। দিনে অন্তত একবার করে ব্যাবহার করুন। ফারাক আপনি দেখতে পাবেন।
Tags: