Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

২৮ বছরের অবিশ্বাস্য কেরিয়ার শেষে অবসর নিলেন কিংবদন্তি জিয়ানলুইজি বুফন 

Updated : 3 Aug, 2023 10:39 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

পারমা: দীর্ঘ ২৮ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন (Gianluigi Buffon)। একজন অবিশ্বাস্য প্রতিভা এবং অসাধারণ নেতা বুফন ২০০৬ সালে বিশ্বকাপ (FIFA World Cup 2006) জিতেছিলেন। জুভেন্তাসের (Juventus) হয়ে ১০ বার ইতালিয়ান সিরি আ (Serie A) জিতেছেন এবং প্যারিস সাঁ সারমাঁর (Paris Saint Germain) হয়ে একবার লিগ ওয়ান। বিশ্বের সর্বকালের সেরা গোলকিপারদের কথা বলতে গেলেই নাম আসে লেভ ইয়াশিন (Lev Yashin), গর্ডন ব্যাঙ্কস (Gordon Banks), অলিভার কানদের (Oliver Kahn)। সেই তালিকাতেই স্থান পাবেন জিজি বুফন। 

অবিশ্বাস্য রিফ্লেক্স, অনুমান ক্ষমতা এবং মানসিক শক্তির মিশেল বুফন। কত স্ট্রাইকারের অবধারিত গোল তিনি বাঁচিয়ে দিয়েছেন তার ইয়ত্তা। ২০০৬ বিশ্বকাপে দারুণ কিছু দল ছিল না ইতালির, স্রেফ রক্ষণভাগ শক্তিশালী রেখে প্রতি-আক্রমণ করে বাজিমাত করেছিল আজুরিরা। সেই শক্তিশালী রক্ষণের প্রধান স্তম্ভ ছিলেন বুফন। ১৯৯৫ সালে ১৭ বছর ২৯৫ দিন বয়সে পারমার (Parma) হয়ে সিনিয়র দলে অভিষেক ঘটেছিল তাঁর। ৪৫ বছর বয়সে সেই পারমার হয়েই অবসর নিলেন তিনি। 

এক মিনিটের একটি ছোট্ট ভিডিও পোস্ট করে ফুটবলকে গুডবাই জানান বুফন। তিনি লেখেন, “সমস্ত বন্ধুদের ধন্যবাদ। তোমরা আমায় সবকিছু দিয়েছে। আমি তোমাদের সবকিছু দিয়েছি। আমরা এটা একসঙ্গে করেছি।” প্রসঙ্গত, চকচকে ফুটবল কেরিয়ারে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটাই (Champions League) জেতা হয়নি বুফনের। এছাড়া ক্লাব ফুটবলে সবকিছু জিতেছেন। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন।

২০০১ সালে পারমা থেকে ৫২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বুফনকে কেনে জুভেন্তাস। একজন গোলকিপারের জন্য ওটা ছিল তৎকালীন রেকর্ড ট্রান্সফার ফি। এই রেকর্ড আরও ১৬ বছর অক্ষত ছিল। জুভেন্তাসের হয়ে ৬৮৫টি ম্যাচ খেলেছেন তিনি এবং জিতেছেন ১০টি সিরি আ সহ ২২টি ক্লাব ট্রফি। বুফনের ১০ বার সিরি আ জেতার রেকর্ড এখনও অক্ষত। পিএসজিতে (PSG) গিয়েছিলেন এক মরশুমের জন্য সেখানেও ফরাসি লিগ চ্যাম্পিয়ন হন। সবমিলিয়ে সর্বকালের অন্যতম সেরা এক গোলকিপার অবসর নিলেন।