
Egra | NIA | এগরার ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্টে
এগরা: এগরার ঘটনার জল গড়ালো এবার হাইকোর্টে। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিরোধী দলনেতার আইনজীবীকে মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। হাইকোর্টের প্রধানবিচারপতি টি এস শিভগননম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ জরুরি ভিত্তিতেই এই মামলাটি শুনানির আর্জি মঞ্জুর করেছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মামলাটি শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।
মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার পর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ততক্ষনে ঘটনার তদন্তে এনআইএ দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা। এরপর সাংবাদিক বৈঠকে বিরোধীদের দাবি শুনে মুখ্যমন্ত্রী মমতা জানান, এনআইএ তদন্ততে তাঁর কোনও আপত্তি নেই। বিরোধীরা যদি চায় এনআইএ তদন্ত করতে পারে।
বুধবার শুভেন্দুর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী ওই দাবির কথা তুলে আদালতে এনআইএ তদন্তের দাবি জানায়। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে সেই কারণে ওই স্থানে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার দাবিও জানান তিনি।
আদালতের তরফে এই ঘটনার NIA তদন্তের অনুমতি পাওয়ার পর তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন, শুভেন্দু যখন তৃণমূলে ছিল তখন কি তাঁর এলাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি? ইটা নিছকই একটা দুর্ঘটনা। তাঁর মতে রাজনীতি করার জন্য বিরোধী দলনেতার হাতে কোনও ইস্যু নেই। তাই উনি শকুনের রাজনীতি করছেন।