Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

পাহাড়ে ঘুরতে যাচ্ছেন? এই বিষয়গুলো মাথায় রাখুন

Updated : 11 Jan, 2024 8:22 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

গরমের দাপট বাড়তেই সবার মনে ভ্রমণের চিন্তা। এমন অনেক মানুষই আছেন, এখনও পাহাড়ে বেড়াতে যায়নি। বন্ধুদের কাছে গল্প শুনে মনে মনে একটা আবছা ধারণা হয়েছে মাত্র। অনেককেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। প্রথম বার পাহাড়ে যাওয়ার আগে কয়েকটি বিষয়ে আগে থেকে পরিকল্পনা করে রাখলেই পাহাড় ভ্রমণ সহজ হবে।

কোন স্টেশনে নামবেন, সেখান থেকে আগে কোথায় যাবেন, কোথায় থাকলে সেখানকার দ্রষ্টব্য সব কেন্দ্রগুলি কাছাকাছি পড়বে, সেই সব আগে থেকে পরিকল্পনা করে রাখলে ঘুরতে যাওয়া সহজ হবে। পাহাড়ের আবহাওয়া ভীষণ খামখেয়ালি। তাই ঘুরতে যাওয়ার ব্যাগ গোছানোর আগে যেখানে যাবেন, সেই জায়গার তাপমাত্রা কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কি না, প্রচণ্ড গরম পড়ে কি না, এই সব বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। তা ছাড়াও পাহাড়ে ভোর এবং রাতের দিকে খুব ঠান্ডা পড়ে। অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতেও সাহায্য করবে জুতো। পাহাড়ে ট্রেকিং করার জন্য আলাদা জুতো পাওয়া যায়।