Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

Weather Report | কবে বৃষ্টি নামবে কলকাতায়? কী বলছে হাওয়া অফিস

Updated : 20 Apr, 2023 2:54 PM
AE: Samrat Saha
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: তীব্র তাপপ্রবাহের (Heat Wave) সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলার আট জেলায়। দক্ষিণের পাশাপাশি তাপমাত্রা বাড়ছে উত্তরের জেলাগুলিতেও। তবে এরই মাঝে সুখবর। হাওয়া অফিস (Weather Office) সূত্রের খবর, শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal) আট জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই আট জেলা ছাড়াও বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টি (Rain) নামতে পারে কলকাতাতেও (Kolkata)। আজ কলকাতা এবং তার আশেপাশের জেলা গুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশ। শুক্রবার বেলার দিকে অথবা শনিবার আবহাওয়ার বদল হবে। আংশিক মেঘলা (Cloudy) আকাশ। যার কারণে বাড়তে পারে অস্বস্তি।

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ২০ এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই সময়ে দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও রেড অ্যালার্ট (Red Allert) জারি করা হয়েছে। তবে বৃষ্টি নামলেই যে একেবারে স্বস্তি মিলবে এমনটা না। কারণ, বেশির ভাগ জায়গাতেই খুব ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হবে। সামান্য তাপমাত্রা কমলেও অস্বস্তি ও গরম ভাব থাকবে। তবে লু’এর হাত থেকে মুক্তি পাবে রাজ্য বাসি। 

এদিকে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলা গুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর উপরের দিকে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজকেও তাপ প্রবাহের সতর্কতা থাকছে।