আর্থিক তছরুপের মামলায় ইডির নজরে শাহরুখ পত্নী
মুম্বই: দেশ জুড়ে একাধিক জায়গায় নানান সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক আর্থিক তছরুপ মামলার তদন্ত চালাচ্ছে। এবার সেই তদন্তের আঁচ গিয়ে পৌঁছালো কিং খানের পরিবারে। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রীকে নোটিস পাঠাল ইডি(ED)। লক্ষ্ণৌরের রিয়েল এস্টেট কোম্পানি তুলসানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ পত্নী। সংস্থাটির বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে৷ এই বিষয়ে তদন্তের জেরেই গৌরীকে তলব করেছে ইডি।
২০১৫ সালে তুলসানি গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছিলেন গৌরী খান (Gouri Khan)। তবে কিছুদিনের মধ্যে এই সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। আর্থির তছরূপের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দায়ের হয় এই সংস্থার বিরুদ্ধে। গৌরী খান এই সংস্থার সঙ্গে যুক্ত থাকার ফলেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডেকে পাঠিয়েছে বলেই জানা যাচ্ছে। সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখতে চায় ইডি।