Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বিদ্যুৎ-বিচ্ছিন্ন সরকারি হাসপাতাল, সমস্যায় রোগীরা

Updated : 12 Feb, 2024 7:27 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

মুর্শিদাবাদ: দিনভর বিদ্যুৎ-বিচ্ছিন্ন সরকারি হাসপাতালে (Government Hospital)। রাতে মোমবাতি ও মোবাইলের আলোতে চালু থাকল হাসপাতাল। রবিবার সকাল থেকে বিদ্যুৎ (Power) ছিল না। সকাল গড়িয়ে রাতেও অন্ধকারের মধ্যে রইল ফরাক্কার বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রে কোনও রকম আলো না থাকায় মোমবাতি জ্বালিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন রোগীরা।

লেবার রুমে ঘোরাঘুরি করছে কুকুর বলে অভিযোগ। রবিবার সারারাত অন্ধকারেই থাকল ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। হাসপাতালের চিকিৎসাধীন রোগী আত্মীয়দের অভিযোগ,সকাল থেকেই পুরো হাসপাতাল চত্বরে কোনওরকম বিদ্যুৎ পরিষেবা নেই। দিনে সে রকম সমস্যা না হলেও সন্ধ্যার পর থেকে বিদ্যুতের দেখা না মেলায় সমস্যায় পড়েছেন রোগীরা। বন্ধ রয়েছে জেনারেটর মেশিন। বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে বেডের কাছে বসে রয়েছেন রোগীরা। মোমবাতি জ্বালিয়েই চলছে চিকিৎসা। বিষয়টি নিয়ে হুঁশ নেই ব্লক স্বাস্থ্য দফতরের বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। ওই নিয়েই তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিদ্যুৎবিহীন হাসপাতালের কথা স্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসকও।