Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

মোদিকে ‘নরেন্দ্র-কৃষ্ণ’ বলে আখ্যা রাজ্যপাল বোসের

Updated : 4 Feb, 2024 5:05 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: কুরুক্ষেত্রে অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ, ভারতের আছে ‘নরেন্দ্র-কৃষ্ণ’- শনিবার ভবানীপুরে একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)। আর এই মন্তব্যের পরেই শুরু হল নতুন করে বিতর্ক। রাজ্যপাল বলেন, শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভরতে অর্জুনের রথ কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একই রকম ভাবে নরেন্দ্র মোদি (Narendra Modi) আছেন বলে ভারতবর্ষের রথও অক্ষত রয়েছে।

মহাভারতের প্রসঙ্গ টেনে সিভি আনন্দ বোস বলেন, ভগবত গীতায় পড়েছি, শ্রীকৃষ্ণ অর্জুনের দিব্যীয় রথ থেকে নেমে মাটিতে পা রাখা মাত্রই, রথটি পুড়ে ছাই হয়ে যায়। তাতে আশ্চর্য হয়ে যান অর্জুন। কী হল বুঝতে না পেরে কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন তিনি। হেসে কৃষ্ণ বলেছিলেন, তিনি ওই রথে বসেছিলেন বলেই সেটি এ ক্ষণ পোড়েনি। আজ ভারত নামক যে রথ রয়েছে, তাতে সওয়ার রয়েছেন নরেন্দ্র-কৃষ্ণ। নরেন্দ্র মোদি আছেন বলে ভারতবর্ষের রথ অক্ষত রয়েছে, মন্তব্য বোসের।