৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
কলকাতা: তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপচার্য নিয়োগ করলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সোমবার সন্ধ্যায় রাজভবন (Raj Bhavan) সূত্রে নয়া নিয়োগের কথা জানা গিয়েছে। এর মধ্যে একই সঙ্গে হুগলির তারকেশ্বরের রানি রাসমনি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আশুতোষ ঘোষ। ঝাড়গ্রামের সাধু রূপচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে অধ্যাপক কল্লোল পালকে।
উল্লেখ্য, মোট ছটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য রাজ্যপালের কাছে নামের তালিকা পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই তালিকা থেকে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। কিন্তু অগাস্ট মাসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কার্যকরী উপাচার্য পদে নিয়োগ করা রজতকিশোর দে-কে অপসারণের নির্দেশ দেন বোস। তাঁর এই নির্দেশের বিরোধিতা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারই মধ্যে সোমবার নতুন উপাচার্য নিয়েগ করলেন তিনি। স্বাভাবিকভাবে শুরু হয়েছে জল্পনা।