বন্ধ থাকা রাজ্য বিএড বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
কলকাতা: অনির্দিষ্টকালের বন্ধ থাকা বাবা আম্বেদকর সাহেব এডুকেশন ইউনিভার্সিটি বা রাজ্য বিএড বিশ্ববিদ্যালয় (BED University) অবিলম্বে খোলার নির্দেশ দিলেন আচার্য তথা রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস। রাজ্যের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত গত ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয় বেসরকারি বিএড কলেজের বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে হুমকির আশায় নিরাপত্তার জনিত কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন উৎসবের জন্য কোর্ট বৈঠকের অনুমতি দিলেন আচার্য তথা রাজ্যপাল। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব হওয়ার কথা।
উল্লেখ্য, বালিগঞ্জ সার্কুলার রোডে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন ব্যক্তির তরফে হুমকি আসছে। যার ফলে বিশ্ববিদ্যালয় সমস্যা তৈরি হতে পারে। সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে। সেই আশঙ্কা থেকে ওই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। প্রসঙ্গত কয়েকদিন আগে পরিকাঠামোর অভাব সহ একাধিক অভিযোগে রাজ্যের ২৫৩টি বিএড কলেজের পড়ুয়া ভর্তির অনুমোদন বাতিল করেছিল বিএড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।