কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

সাধারণতন্ত্রের একমঞ্চে রাজ্যপাল-মমতা, যেতে পারেন চা চক্রে

Updated : 26 Jan, 2024 6:06 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আর কিছুক্ষণের মধ্যে রেড রোডে প্যারেড এবং পতাকা উত্তোলন কর্মসূচি ষুরু হবে। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে রাজভবনে রাজ্যপাল সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে দেশবাশীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও তাঁর এক্স হ্যান্ডেল পোস্ট করে শুভেচ্ছা জানান। দেশের একাধিক নেতা থেকে মন্ত্রীরা শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে রেড রোডের প্যারেডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা। রাজভবনের তরফেও মুখ্যমন্ত্রীকে আজ বিকালে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছর ২৬ জানুয়ারিতেই রাজ্যপালের বাংলা শেখার হাতেখড়ি হয়েছিল। সেদিন ছিল সরস্বতীপুজো। তবে সেই সময়ে রাজভবন-নবান্নের যে সম্পর্ক ছিল, এক বছরে তার অনেকটাই বদল হয়েছে।